আমার হাতে কাদা-মাটির দলা --
গড়তে পারি ইচ্ছে মতো কিছু ,
তোমার হাতের মাটি নিতে আমি
যাবো না আর তোমার পিছু পিছু।


আমার গড়া মূর্তিকে কি
বাসবে ভালো তুমি ?
তোমার মাটি গড়ছে জানি
তোমার স্বপ্ন-ভূমি।


কেমন তোমার স্বপ্ন-ভূমি
সেটা কি আর জানি?
ভেঙে কেবল গড়তে পারি
আমার মূর্তিখানি।