কি যে চেয়েছি নিজেও কি বুঝেছি ঠিকঠাক?
এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি যে চাই সেটাও কি জানি?
রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে অসময়ের বৃষ্টি,
এটুকু বুঝলাম একটা ছাতা চাই এখন। উপায় নেই তাই
ছুট। ছুটে কাছে পিঠের এক ভিড়ে ঠাসা বারান্দায় ঠাঁই,
এভাবে কোনরকমে গা পিঠ মাথা বাঁচানো।
যদিও সহজে মেলেনা জায়গা। সকলেই ব্যস্ত যে যার
মাথা বাঁচানোর আপ্রাণ চেষ্টায়।
গন্তব্য ভুলে সকলে তখন ফ্যাশান রক্ষায় মনোযোগী,


আমরা অপেক্ষা করি বৃষ্টি থামার, শুনশান রাস্তায়
একা একা হেঁটে যায় একনিষ্ঠ সময়...