আসরের প্রণম্য কবি দিলীপ চট্টোপাধ্যায়ের একটি উক্তি এতটাই নাড়া দিল যে, সকলের সাথে সেটি শেয়ার করতে মন চাইল । কবি লক্ষণ ভাণ্ডারীর কাব্য সূর্য  কাব্য উপহার প্রদান উপলক্ষে তাঁর মন্তব্য --


"কবিতা অনেকেই লেখে, কাব্যের নানা ঢঙের পরিচয়ও থাকে কিন্তু মানুষ আপন করার খেয়াল সকলের হয় না ।"


কতটা দুঃখ জমা হলে মেঘ থেকে বৃষ্টি ঝরে?


http://www.bangla-kobita.com/dilipkeya/ilsheguri-moyna-kankhe/