পুষছো নাকি অন্ধ বিড়াল ঘরের কোণায়?
মেঘদুপুরে লুটিয়ে থাকে পায়ের ফাঁকে!
সাগরপারের একটা পাখি গল্প শোনায়
রোদজগতের, ডাকবে নাকি এবার তাকে?


ফণিমনসায় ফুটবে কি ফূল? আসবে কি আর অলি?
যষ্টিহাতে বিড়াল তাড়াও, নাও ডেকে নাও পাখি;
নীলবিকেলে ভাসবে মৃণাল ফুটবে কমলকলি,
দুঃখবিলাস ঢের হয়েছে, গা ঝাড়াটাই বাকি ।