সময় পেলে হেসে খেলে লিখেই ফেলি কাব্য
কেমন হল কী আসে যায়! পরে না হয় ভাববো;
ভাবনা আসে ভাব আসে না,কি আর তবে করি
দাঁড়টা ভাঙা? পালটা টাঙা, দাও ভাসিয়ে তরী।


হাওয়া থাকে বাঁকে বাঁকে নিয়েই যাবে ঠেলে
ঠেলার জোরে শুধুই ঘোরে কূলটা কি আর পেলে?
বাং লা ভাষা যোগায় আশা, অথৈ যাদু তাতে--
অন্ধজনও কূল পেয়ে যায় দিনে কিংবা রাতে।।