সবার ভিড়ে আমায় পেলে
ভাববে আমি আছি?
ভিড় এড়িয়ে থাকছি আমি
খেলছি কানামাছি।


সবার ফুলে হাত যে তোমার
সোনার পুষ্পদানি,
আমার ফুলটি তোমার খোঁপায়--
আমিই কেবল জানি।


যার কপালের হাজার ছাপে
তোমার চরণ ভরা;
ভাবছো তাকে ভক্ত অতি?
দেখেই আত্মহারা!


তপস্যা মোর বনের মাঝে--
অস্ফুটে নাম জপা;
শিরায় শিরায় বইছে যে নাম--
সেই নামে মন সঁপা।