চিল-চিৎকারে ডেকে যাচ্ছো বৃষ্টিদের,
বৃষ্টি কি আসে সে ডাক শুনে?
যদি পারো নিংড়ে দাও বুকের উষ্ণতা,
একটু একটু করে বাষ্পায়িত হোক সমুদ্র,
অনায়াসে খুঁজে নিক আকাশের ঠিকানা,
ঐ যে পথিক মুখ ফিরিয়ে চলে যাচ্ছে দূর থেকে দূরে,
দেখে নিও, ছুটে এসে ভিজিয়ে দেবে তোমার বুক।