কে আর বহে বলো বিনা লাভে তুলো?
ক্ষুদিরামও ছাই আজ, তিতুমিরও ধুলো
দুষ্টের হয় না অভাব খুঁজে পেতে ছুতো
দড়ি-ছেঁড়া পাপ ঢাকে মেরে শিং-গুঁতো।


বিপ্লবের বুলি শুধু  টক শোয়ে  ঝাড়ে  
মিছিলের কভারেজে টি আর পি বাড়ে,
চ্যানেলের হাপর চলে খবরের কয়লায়,
কয়লা খোঁজো তাই ভাগাড়ের ময়লায়।


'দেখিতে নারি' তাই বাঁকা তার চলনটি
মিডিয়ার জাদুতে  বাঁদর  হয়  হরিণটি
'বিপ্লবী' ছাত্ররাও গাঁজা খায়, খায় মাল,
তাদেরও তোল্লা দিতে তিলকে করে তাল।