অন্ধকার কূপের ধারে এভাবে দাঁড়িয়ে কেন বন্ধু?
ঝড় উঠতেই পারে যে কোন সময়,
তলিয়ে যেতে পারো চির অন্ধকারে।
নিশিডাক স্বপ্নে মানায়, জাগ্রত তুমি,
চেয়ে দেখো, পিছনে আলোর পৃথিবী,
চলো যাই পর্বত অভিযানে,
সেখানে ঝর্ণার অবিরত ধারা,
জমাট বরফ ভালবাসার উষ্ণতায়
ভিজিয়ে দেয় বুক,খেলার সঙ্গী হতে
কাছে ডাকে অজস্র তারা,


হয়তো বা কোন এক কালে
টলটলে জল ভরা ছিল  ঐ অন্ধকূপে,
জুড়িয়েছো বহু বার তৃষ্ণার্ত হৃদয়,
সেই স্মৃতিই কি কাছে টানে বার বার?
তবু ভেবে দেখো,স্মৃতির পিছুটান
চরৈবেতি জীবনের বড়ই অন্তরায়,
ফুল শুকিয়ে গেলে গাছেরাও
সেজে ওঠে নতুন কুঁড়িতে,
বদলের পৃথিবীতে সবই বদলায়,


চোখ মেলে দেখো, বদলে গেছে কূপও,
প্রকৃতির অভিশাপে
জীবনের সেই আধার আজ মৃত্যুর ফাঁদ,
আকাশের মেঘ ফিরিয়েছে মুখ,
বাতাসের বাষ্পকণা ভেজায় না বুক,
জোছনা ছড়ায় না অভিমানী চাঁদ,
যে যার হাত ধরে চলেছে পথিক,
তুমি কেন নির্বিকার খড়ের ভাসান্?
শুনতে কি পাচ্ছ না
সন্ধ্যার শঙ্খধ্বনি ভোরের আজান?
জাগাও ইন্দ্রিয় জাগাও একরোখা মন,
ভেবে দেখো আরো একবার,
এ কি ভালবাসা? নাকি মৃত্যুকে আলিঙ্গন?