আপনারা সকলেই অবগত আছেন যে, দীর্ঘদিন যাবৎ এই সাইটে আবৃত্তিঘর চালু হয়েছে। কিন্তু এতদিন আমরা ঐ পাতার তালিকায় আবৃত্তিকারের নাম জানতে পারতাম না। বিচক্ষণ এডমিনের সদর্থক পদক্ষেপের ফলে আজ থেকে তা জানা যাবে। এজন্য তাঁকে সকল আবৃত্তিপ্রেমীর পক্ষ থেকে অজস্র ধন্যবাদ ও সাধুবাদ জানাই।


       উল্লেখ্য, আবৃত্তিকারের লিঙ্ক সংযোজনের প্রক্রিয়া একটু জটিল হওয়ার কারণে সেটি এই মুহূর্তে সম্ভব না হলেও তাঁর বিবেচনাধীন আছে। এই সংক্রান্ত ব্যাপারে অথবা এই সাইটের যে কোন ধরণের উৎকর্ষসাধনের ব্যাপারে আপনাদের কোন পরামর্শ অথবা দিকনির্দেশনা নির্দ্বিধায় ব্যক্ত করতে পারেন।


        এভাবেই কবি-আবৃত্তিকার-পাঠক-শ্রোতা-আলোচক-এডমিন ... সকলের মেলবন্ধনে এই ওয়েবসাইটিটি একদিন পৃথিবীর সর্বোৎকৃষ্ট কাব্যাঙ্গন হয়ে ঊঠবে একথা বলা যেতেই পারে।


           সকলে ভাল থাকুন ও সৃষ্টি-সুখের উল্লাসে মেতে উঠুন।