দু পাড় ভঙ্গুর জেনেও
বিধ্বংসী ঢেউ আছড়ে পড়ে বার বার,
ভাবছি এবার শিখে নেবো রাজমিস্ত্রির কাজ,
দু পাড় বাঁধিয়ে নেবো পাষাণে,
যদি  শি্ং উঁচিয়ে তেড়ে আসে বল্গা হরিণের মতো,
বুনো ঘাসের রং এর সাথে রং মিলিয়ে ওত পেতে থাকা
শিখে নেবো সিংহের কাছে।
বড় কঠিন এ সময়,
চারদিকে বিড়ালের উৎপাত,
মাটির কাঠিন্য মাপে নিপুণ নখরে,
আঁচড় খেতে খেতে দেওয়ালে পিঠ,
দর্শন শেষে যে যার পথে হেঁটে যায় নির্বিকার দর্শক,
বাঁকা মেরুদণ্ড সোজা হতে হতে নিরুদ্দেশ যাত্রায় পাখি,
ইতস্তত ছড়ানো দানার উচ্ছিষ্ট,
তারই একটা হাতে নিতেই প্রবল অট্টহাসিতে
ফেটে পড়ে আকাশ বাতাস সমুদ্র,
আর ঠিক তখনই ঘটে যায় এক আশ্চর্য্য অঘটন,
বজ্রকঠিন উন্নত শির সময়
নতজানু হয় প্রতিবর্ত ক্রিয়ার মতো
অথবা কোন অনুগত দাসানুদাস যেন ...