আমার এলোপাথাড়ি ভালোবাসার তুমি টেমপ্লেট আমি গুটি,
কথা ছিলো পাশে থাকবো দুজন হোক যতই ভুল ত্রুটি।
সব কিছুকেই শুন্য দিয়ে গুণ করে দিলে ফের,
ব্যাস্তানুপাতে ঘুরিয়ে দিলে তিনমাথা জীবনের।

আমার বস্ত্রহীন শরীরের তুমি আলতো আবরণ,
শয়নে-স্বপনে-জোছনায় তুমি থাকবে আমরণ-
কথা কাটাকাটি; ব্লক লিস্টে ফিকে হয়ে যাওয়া নাম,
স্মৃতিতে রয়ে যাবে তোমার পৃথিবীর একরাশ অভিমান।

আমার ঘুম ভেঙে যাওয়া মাঝরাতে তুমি আকাশের পানে তারা,
কথা দিয়েছিলে তৃষ্ণা মেটাবে; করলে যে দিশেহারা!
সময়ের স্রোতে সাথী হয়ে গেলে অন্য বারান্দার ;
তোমার চোখের রেটিনায় আমি নিজেকে দেখিনা আর।