বনের ময়না কয় ক্ষণিক হেসে,
সুখেই আছো টিয়া রাজার দেশে।
নাহি ভয় পাকা ঠাঁই, দুধভাত খেয়ে-
দিন যায়; মোরে দেখ থাকি সদা ভয়ে।
এই ভাবি ছুটে এলো শিকারির দল,
হাত পায়ে তির মেরে করিল বিকল।
দেখি দুর তৃষাতুর খাবারের খোঁজে,
দিন শেষে ঘরে এসে কাটে নির্ভোজে।
আসে রাত কুপোকাত অরি-ডরে রয়,
তুমি দেখি আছো সুখী সোনার খাঁচায়।


টিয়া কহিল ভায়া তোমারে জিগাই,
স্বাধীনতার স্বাদ কেহ হারাবারে চাই ?
মন চায় সেথা যায় গান তোলে সুর,
সে কি কভু বোঝে প্রভু কত নিষ্ঠুর?
বেশ আছো খোশহালে ডিঙ্গিতে চড়ি,
অতি-লোভই ভরা ডুবি সুখের সে তরী।
বিচরণ সারাবন ঘুরে ঘুরে আহরণ।
হলে সাধ নাহি বাঁধ যেথা খুশি করো হন।
ভালো আছো! চেয়ে দেখো আমার নিয়তি,
মরিতে গেলেও লাগে রাজার সম্মতি।
জং ধরে দেহ জুড়ে; রত মরণে বাঁচা,
সোনা হোক; চান্দি হোক বন্দী খাঁচা।