বসন্ত এলেই যেন শুরু হয় আনন্দ মেলা
আবার বসন্ত পেরুলেই রমণীর বারে জ্বালা।
ভালবাসার ছলে নারীর আচলে  গিয়েছ মিশে,
ধীরেধীরে কেটেছ তার যৌবনি, প্রেমের আবেশে।


বসন্তের একটাই দোষ, কারো হাঁসায়,করো কাঁদায় ।
আবার কখনও কখনও নিজেও কাঁদে হয়ে নিরুপায়?
অন্যের ব্যাথায় ব্যথিত, বসন্তের নেই রাগ-অনুরাগ,
নানান রং এর ফুলে ভরা বসন্তেরই সাঁজ।


দেহের বসন্ত না আসিতেই বিলিয়ে দিচ্ছে সব,
ভূলে গেছে লাজ লজ্জা ,ভূলে গেছে রব ।
এমন বসন্তের বাসন্তিক জন্ম না হোক ভবে,
প্রকৃতির রুপ ধ্বংস এখন যৌবনের চুপে।


14-02-2016