বিবাহ সনদ
এম এ সহিম উদ্দিন


জন্ম,মৃত্যু, বিয়ে,
বিধাতার হাত দিয়ে।
হে প্রিয়, কবি কাজী নজরুল ইসলাম তোমাকে করছি স্বরন তেওতা গ্রামবাসী,
তুমি নিজেই জাননা আমরা তোমাকে কতটা ভালবাসি ?
তোমার অর্ধাঙ্গিনী সেও আমাদের গাঁয়ের মেয়ে,
প্রমিলা তথা তেওতাবাসী ধন্য, কবি তোমায় পেয়ে।


তেওতাবাসী আজ তোমাকে বিবাহে আবদ্ধ মরণোত্তর সনদ করছে প্রদান,
তোমায় স্বীকৃতি দিচ্ছে সারা বিশ্ব তুমি মহিয়ান।
তোমার প্রেমের বাঁধনে বেঁধেছ করনি হাত ছাড়া,
ঘড় বাঁধতে হয়েছো  বাধ্য তোমার কবিতায় তার সাড়া।
তোমার অর্ধাঙ্গিনীর জন্ম ভিটায় আজ ফুলের ছড়াছড়ি,
হাজার মানুষের ঢল নেমেছে তোমায় স্বরণ করি।


তুমি নিরব থেকোনা হে মানবতার কবি,
মানিকগঞ্জের তেওতায় মায়ামমতায় উজ্জ্বলিত তোমার প্রতিচ্ছবি।
আজ নেই তুমি, কিন্ত রয়েছে তোমার সৃতি বিজড়িত চারণভূমি,
চারুলিয়া হতে প্রেমের টানে এই তেওতায় হয়েছো প্রমিলার স্বামী ।
সাথে মায়ামমতা ও আত্মীয়তায় আবদ্ধ করেছো মানিকগঞ্জের তেওতাবাসীকে ,
যাহার যথাসাধ্য জীবিত প্রমাণ এখনও খুজে তোমাকে।


১৮/০৫/২০১৭ ইং