বিবেক এ ধরেছে পোকা,
শয়তানে দিচ্ছে ধোঁকা।
না যায় সত্য বলা,
বসেছে মিথ্যার মেলা।
সত্যের নেই কানা  কড়ি দাম,
শ্রমিকের যেমন পাঁয়ে ঝড়া ঘাম।


মানুষ মানুষের লেগেছে পিছু,
সমাজের নেই করার কিছু।
আইনের চোঁখ বাঁধা কালো কাপড়ে,
আদালত চিনবে কেমনে অপরাধীরে  ।
সত্যের পক্ষে খুল জনতার মুখ,
জজ সাহেব বসে আছেন ,থেকোনা কেউ চুপ।


আদেশ দিবেন সত্যের পক্ষে বলার কিছুই নেই,
শান্তি ফিরে আসবেই দেশে, ভাল মোদের সেই।
ঝগড়া বিবাদ করবনা, থাকব মিলে মিশে,
জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে।
মানুষ মানুষের জন্য ভালো কিছু করো,
সবে মিলে, বিভেদ ভুলে সোনার বাংলা গড় ।


১৮/৪/২০১৭ ইং