গগনে বসেছে হাজারও তারার মেলা,
রাত্রি জেগে দেখছি তাই খুলে ঘরের খিড়কী জানালা।
মিটিমিটি আলো জ্বলে আর নিভে,
তাই দেখে প্রাণটা ব্যাকুল একটু খানিক ভেবে।
হাজারও তারায় সজ্জিত করতে পারেনি ভুবন,
মাত্র একটি চাঁদের আলোয় ঝলমল গগন।
এত সুন্দর স্নিগ্ধ চাঁদের আলো কেরেছে মোর মন,
যা দেখছি সবই সুন্দর যেন ভরা যৌবন।


একটি চাঁদের আলোয় অন্ধকারে ডুবেছে যত তারার দল ,
সমস্ত ধরণীতে যেন লেগেছে কোলাহল।
হাজারের চাইতে একটি উত্তম যদি ভাল হয়,  বিনিময়ে অদল বদল করে নিব হৃদয়।


আমি চাইনা সমস্ত তারার রশ্মি,
যদি পাই চাঁদের ছোঁয়া বুকে টেনে নিব এখনি। ভালবাসায় নেই লাজ লজ্জা আছে অটুট বিশ্বাস,
আমি তারই ধারাবাহিকতায় ফেলি দীর্ঘ নিশ্বাস।


আমি আশ্বাসে বিশ্বস্ত নই, জীবনে ঠকেছি অনেক,
আর ঠকতে চাইনা কৃত্রিম প্রেমে ডেকে এনেছে মেঘ।
জীবন করে দিয়েছে তছনছ, গুছাইতে পারব কি জানিনা ?
রমণীদের ছলের মেলায় পেয়েছি যে লাঞ্ছনা ।


২৮/০৯/২০১৭ ইং