কত রজনী গেল কেটে নানান কথা ভেবে,
তবুও তোমার কথা ভেবে আমি সব দিয়েছি সোপে ।
বিধাতা জানে সব, আমি গুনাহগার,
মাফ করো মোর বিশ্ব দরদী পরোয়ার দিগার ।


নেশাচর হয়েছি আমি , তোমার নেশায় ডুবে ?
তুমি ছাড়া নেই কেহ সারাবিশ্ব ভবে।
গুনাহের বুঝা মাথায় করিয়া ঘুড়ি,
তুমি চাইলেই ক্ষমা করতে পার, ক্ষতি হবেনা তোমার সর্বপরি ।


সালাতের শেষে করি ফরিয়াদ,
তোমার দরবারে তুলে দুটি হাত।
খালি হাতে ফিরাইয়ে দিওনা প্রভু,
তুমি বিনা সর্বযুগে নেই যে কেহ তবু।


তোমার বান্দারে করো ক্ষমা যেন মুক্তি পায় ,
দোহায় তোমার রহমান নামের অছিলায় ।
পার করিও পুলসিরাতে বিদ্যুৎ গতিতে,
জীবনের সব গুনাহখাতা দেখো ক্ষমার দৃষ্টিতে ।


০১/০৯/২০১৭ ইং