কি করে চাইবো ক্ষমা , আমি গুনাহগার,
এতিমের ধন খাইছি চুষে ,করেছি অত্যাচার।
খোদার দোহায় শুনিনি দেখিয়েছি গায়ের জোড় ,
তুলে এনেছি নব বধূ,  না হইতে বাসর।


আমার অর্থ সম্পদ পাপের পূজি বুঝতে পেরেছে মন ,
তাই তোমার দরবারে নিজেকে করি আত্বসমর্পন ,
না বুঝে করেছি পাপ , ক্ষমা চাইগো প্রভূ,
তুমি না করিলে ক্ষমা , মুক্তি পাবোনা কভু।


ক্ষামা চাই পৃথিবীর সকল মানুষের কাছে ,
তোমরা ক্ষমা করো , আমার জীবন সাঁঝে।
আর হয়ত হবেনা কথা , আমার জীবন প্রায় সমাপ্তি ,
তোমরা মোরে ক্ষমা করো , কারো মনে রেখোনা আপত্তি।


১৭/০৩/১৮