যৌবনে যার হয়নিরে প্রেম, তার কি আর হবে ?
যৌবন কাটলো যথাতথা প্রদীপ যাচ্ছে নিভে।
প্রদীপের তৈল শেষ তাই নিভু নিভু আলো,
এই আলোতে স্বপ্নের মুখ হবে আরো কালো।


স্বপ্ন তুই দেখিসনে মন পরবি ঘোর বিপদে,
স্বপ্ন দেখে স্বর্ণ লোকে বয়সের ফাঁদে ।
মিছু আশায় ঘড় বাঁধিসনে , নষ্ট হবে জীবন,
তোর সাথে জ্বলবে  আরও অবলা একজন।


সময়ে তোর হয়নি বাঁধা,যৌবন পরেছে ধ্বসে,
কত জনারে করে নষ্ট ? এখন নিজেই গেলে ফেঁসে।
ভয় ছিলনা মনেতে তোর করেছিস অপচয়,
বাসর ঘড়ে চোঁখের জলে ভাসাইবি হৃদয় ।


০৩/১০/২০১৭ ইং