ক্ষমাশীল


এম এ সহিম উদ্দিন


অগ্নি ঝড়া চোঁখে যখন পড়ে বৃষ্টির ফোটা,
ভালবাসার মাঝে তখন লাগে মহা প্রেমের আঠাঁ।
মানুষ মাত্রই ভুল হয়ত হতে পারে,
চোঁখের কুয়াশা কাটিলে অনুতপ্ত জাগে অন্তরে।
মিথ্যার বেড়াজালে ঢেকে রাখা যায়না,
শেষপ্রান্তে পৌছালেও প্রকাশ পাবে মহাসত্যের সূচনা।
তুমি বুঝ, হৃদয় দিয়ে খুজো নিশ্চয় পাবে, কোন ক্ষনে,
যা হারিয়াছো বন্ধু তোমার জীবনে।
সে নিশ্চয় ক্ষমাশীল, দিবে ক্ষমা করে,
ক্ষনিকের লালসায় ভুলে কি লাভ, জব নিজ অন্তরে।


তারিখ ১১/০৪/২০১৭ ইং