মন চোর , ধোন চোর, চোরের বসেছে মেলা,
চুরি হইল ঘরের বউ তাও দুপুর বেলা।
নিত্য নিলায় ভবের খেলায় মানবতা চুরি,
কোচের ইঁদুর শেষ করিল রেকর্ড রুমের মুড়ি।


লেখার কোন রুপ বদলায়নি, বদলেছে লেখক,
গোলক ধাঁধাঁয় পড়ছে পুস্তক অসহায় পাঠক ।
কি হবে আর নতুন করে মেধা রচনা,
চোরেরা সব করছে চুরি , স্বভাব বদলায়না।


প্রকাশিত বইয়ের পাতায় ছাপা অন্যের নাম,
এই যুগেতে জন্ম লইয়া কতইনা দেখলাম।
প্রতিবাদ এর সাথী নাইরে,  আছে অংশীদার,
অন্যের সম্পদ লুটে নিয়ে সাজাইবে বাজার ।


চোর ,চোর,  লেখা চোর, মেধা চোর, ছন্দ চোর, চোর এসেছে ঘরে,
জুতার মালা গলায় দিয়ে বরণ করি তারে ।
দেখবে সবাই, হাসবে সবাই, কাঁদবে শুধু চোরা,
অত্র এলেখায় কষ্ট পেলে ভাববো তিনিও জোড়া।


১৫/০৯/২০১৭ ইং