সন্তানের তরে ব্যাথা লাগে মোর কলিজায়,
আদর সোহাগে করেছি লালন মায়ামমতায়।
দশমাস , দশদিন গর্ভে রেখেছি তোরে,
ফুলের আচর লাগতে দেইনি কোন প্রহরে।


প্রসববেদনায় ছটফট করেছে মোর প্রাণ,
নিরবে সইয়েছি দেহ করে খানখান।
ভূমিষ্ঠার পরে যেই শুনেছি তোর চিৎকার,
আমার সকল ব্যাথা বেদনা করেছি প্রত্যাহার।


বিছানায় সুয়ে তুই প্রশাব , পায়খানায় দিয়েছিস ভিজে,
এপাশ হতে ওপাশ ; তোরে রেখেছি হৃদয় মাঝে।
ভিজা জায়গায় রয়েছি আমি, তোরে রেখেছি নিরাপদ ,
বড় হোক খোকা মোর করি আর্শিবাদ।


        খোকা বড় হইলি বটে , চিনলিনা তোর মাকে,
বিয়ে করে তারালি তুই গর্ভধারিণী মাকে।
শশুড় , শাশুড়ি হইল আপন,  আমি বৃদ্ধাশ্রমে ,
একবারও তুই খোজ রাখলিনা ? আমি আছি কেমনে।


তবু দোয়া করি বাবা আরও বড় হইবি,
আমার মত না হয় যেন তোর পৃথিবী  
আমি না হয় সইয়ে গেলাম খোদার কুদরতে,
তুমি কিন্তু আটকিওনা তোমার ছেলের হাতে।


১৪/০৯/২০১৭ ইং