বীরত্ব থাকলে রক্ষা কর যুদ্ধ বেঁধ না,
সাহস থাকলে এগিয়ে চল গুজব রটো না ।
সত্য,ন্যায়ের পক্ষে লড় কল্যাণ বয়ে আসবে তোমার,
অসৎপথে পা রেখনা নিষেধ বিধাতার।


বস্ত্রহীনকে বস্ত্র দাও,অন্নহীনকে অন্ন,
আদর, সোহাগ বিলিয়ে দিয়ে নিজেকে কর ধন্য।
মিথ্যে আশ্বাসে কানপেতনা জীবন যাবে বৃথা,
সহজ,সরল পথে চল, সত্য যদিও শুনতে তিতা।


মাতবতার সাথী হলে চিনিবে আসল দুনিয়া,
সহানুভূতি বিরোধ হলে জীবন যাবে ক্ষইয়া।
আজনা হয় কাল যে,তোমার দিতেই হবে হিসাব,
অপকর্মে লিপ্ত সবাই পাবে আখিরাতের আজাব ।


27-01-2017 ইং