মৃত প্রেম
এম এ সহিম উদ্দিন


মনের মানুষ মরিলে বাড়ে যন্ত্রণা,
তবু যেন হৃদয় মাঝে জাগে সূচনা।
তারে পাব-পাব বলে হৃদয় করে হাঁ-হাঁ কার,
অথচ সমস্ত নিয়ামত এই অভাগার তরে অন্ধকার।


আসলে , থাকতে বস্তুর হয়না কদর,
হাত ছাড়া হলেই যে তার বাড়ে আদর।
তেমনি মানুষ মাঝে মৃত প্রেম করে বসবাস,
অথচ মনের মানুষের কাছে কখনও করা হয়নি ফাঁস।


মনের মানুষ যখন বউ হয়ে যায় অন্যের ঘরে,
পৃথিবীর যত দুখ তখন এসে হৃদয়ে ভর করে।
তখন করার আর থাকেনা কিছুই, শুধু অনুসূচনায় জ্বলে মন,
হায়রে প্রেম, হায়রে ভালবাসা তোদের কি এটাই নিয়ম।


১২/০৫/২০১৭ ইং