নির্জন রজনীর মধ্য প্রহরে,
দুখ,যাতনার কথা ভাসে এই অন্তরে।
সুখ পাখিটা কষ্টে আছে, যাবে বুঝি চলে,
কি করিয়া শান্ত হব এমন আঘাত পেলে।


এখনতো ভালই আছি ঝড় বৃষ্টি পায়না মোরে,
সাঁপ পোঁকার কামড় আর ঝর্ণার জলে ভাসব কবরে।
সেথায় থকতে হবে জনম জনম পালাবার রাস্তা নাই,
কতইনা সুখে রাখছেন প্রভু এই দুনিয়ায়।


তবু ভালমন্দের ধারধারীনা চলি আপন ইচ্ছায়,
এমন করে চল্লে কি আর মুক্তি পাওয়া যায়।
বিবেকের দ্বার খুল্লো বটে হল অনেক দেরি,
কেমন করে যাব এখন ছেড়ে গেছে গাড়ী।


তবু প্রার্থনা করি হে প্রভূ,
জীবনে অনেক ভূল করেছি, ক্ষমা চাই যে তবু।
তুমি রহমানের রাহীম, দয়ার সাগর সর্বজগৎ এ,
তোমার দয়ায় চাইগো মুক্তি আখিরাতে।


০৪/০৪/২০১৮