সেই কবে ডুকেছি অন্যের গোলামী করতে, গোলামী করেই চলছি !
মুনিবের মন থেকে মাঝে মাঝে ধ্বসে যাই, পারিনা কিছু করতে তাইতো জ্বালা সইছি।


ললাটে ছিল তাই পেয়েছি করুণা,
এমন ভাগ্যই বা আছে কজনা।
মানব কূলে জন্ম আমার, মানুষেরই জন্যে,
অপরকে করতে খুশি সদা থাকি ধ্যানে।


এখন বয়স হয়ছে আমার আর সইতে নাহি পাড়ি,
মুনিবেরে যতই বুঝাই, মুনিব বুঝে শুধু হিসাবের কড়ি।
আমি অবসর চাই, আমায় দাও অবসর,
কেউ আমারে আর দিওনা বাঁধা,  সময় হয়েছে ফিরে যাবার।


      
  ২৭/১০/২০১৬ ইং