তোমার অহংকারে ভেঙ্গে দিয়েছে মোর মন,
তুমি অহংকার নিয়েই থাকো, কেমন ?
বয়সতো আর হয়নি কম বুঝতে যখন শিখেছো,
পস্তাইতে তোমার হবেই, অহংকারী যখন হয়েছো।


অঙ্গে পরেছে যখন বয়সের ছাপ,
বহুরুপি ভাব ভঙ্গি করে কি আর লাভ ?
আয়নার সামনে একবার নির্জনে দেখো তাকিয়ে ?
তোমায় দেখে হাসছে প্রতিচ্ছবি বেদনা হৃদয়ে !


আমি কি তোমার কাছে তুচ্ছ ঝড়া  পাতা ?
আমার সাথে অমন ব্যবহার, নাকি কোন দুর্বলতা !
কোন অংকের সূত্র তোমার দেহে পেয়েছে ঠাই,
দেশপ্রেম, সমাজ প্রীতি,মানবতার স্পর্শ যে নাই !


এত কিছুর পরও আমি আছি অনুগত,
সবাই এক রকম হলে কি আর পৃথিবী চলত ?
ছাড় দেওয়া শিখেছি তাই অনুগত করছি প্রকাশ,
ভাল লাগলে খবর দিও, ভেবোনা মিথ্যে আশ্বাস !


অহংকার ছেড়ে একটু আন্তরিকতা হলে,
সাম্যর চাইতে বড় কিছুও ভাগ্যে হয়ত মিলে !
আমার কথা বাদই দিলাম, নেই শিক্ষাজ্ঞান ,
তবুও কারো চাইনা ক্ষতি, জ্ঞানই মহিয়ান।


২৮/০৯/২০১৭