মনে পড়ে আজও আমার ছোট বেলার কথা,
অভাবে দিন কেটেছে মোদের , অক্ষম ছিল পিতা।
না খেয়ে কেটেছে দিন বুঝতে পারেনি সমাজ,
বলতে পাড়িনি ভয়ে,আবার পেয়েছি লাজ ।


সেই দিন এখনও রয়েছে শুধু বড় হয়েছি আমি,
এখনও কলা পাতায় অন্ন মিটে আমার মাতৃভূমি।
এক মুঠো ভাতের তরে ছটফট করে প্রাণ,
ধনিরা কেউ দেখেনা চেয়ে , যায় বুঝি সম্মান।


রাষ্ট্র চলে ভোগবিলাসে নেতারা সব খুশি,
মরবে মরুক অনাহারে জমিদারের দাসী।
কিছুই করার নেই শুধু দেখি দুই নয়নে,
প্রতিবাদ করলেই রাষ্ট্রদ্রোহি জামিন মরনে।


যত টুকু পাড়ি স্বেচ্ছায় দাড়াই পাশে,
পরের ব্যাথায় ব্যাথিত আমি বাস্তবকে ভালবেসে।
দুরদুর করে তাড়ানোর চাইতে একটু বুঝিয়ে বলি,
সহযোগীতা আর সহমর্মিতায় নিজেদের পশুত্ব বদলে ফেলি।


০৮/০৯/২০১৭ ইং