গোলাপী মোরে করেছে পাগল
বুঝতে পারি নাই,
ফাগুন এসে বুঝাল
ফুল ফুটেছে তাই।
মন ভরেছে প্রেমের আবেশে
থেমে গেছে বাউড়ি বসন্ত,
হৃদয়ে ফুটিছে ফুল হার মেনেছে
পৃথিবীর সব আহ্ কি আনন্দ।


মানুষের হাতে যাহা
তাহার শির্ষে আমি,
যাহার লোভে সব হারালাম
সে যে রাঙ্গা মরুভুমি।
সর্ব যুগের সর্ব সেরা শ্রেষ্টি মহিয়ান,
তাহারে করিলে স্বরণ হয়ত পাব অবসান।
তাহার চরণের বরণ পেলে তৃষ্ণা যাবে মিটে,
স্বপ্ন যোগেও দেখিলে তারে আধার যাবে কেটে!