আসেন ভাই আসেন, আমার ঘরে আসেন,
যেমন খুশি তেমন করে সুখ সাগরে ভাসেন।
মনের দুখু, গৃহের দুখু সব যাবেন ভুলে,
আমার ঘরে আসলে কেহ দিব পাখনা মেলে।


পেটের কষ্টে, সমাজ নষ্টে হইছি পতিতা,
এখানেও সুখ নাইরে, শুধুই প্রতিযোগিতা।
আমার দেহ দিয়েছি তুলে সঙ্গমীদের হাতে,
তৃপ্ত করে চষে মোরে কষ্ট নাই আর ভাতে।


গাড়ী, বাড়ী বিক্রি করে আসে আমার কাছে,
আমার মত পথের ফকির হবে ওরা নিজে।
সৎপথে দিবেনা কেউ এক ফোটা জল, মারবে পেটে লাথি,
তাইতো আমি সব হারাইয়ে আজ আধার রাতের সাথী।


আসেন ভাই আসেন, পতিতালয় আসেন,
বিবেকের চোঁখ বন্ধ করে আনন্দে ভাসেন।
আমার বংশ নাই, ধ্বংস আছে, আছে ঘৃনীতা ,
কেউ আমার মত না হয় যেন এমন পতিতা।


আমার মুল্য নাই এ সমাজে , জীবনটা মোর বাজে,
আমার কথা আমি বলি ভয় করিনা লাজে।
জীবনটা এত তুচ্ছ নয় বুঝতাম যদি আগে,
তবে কি আর হইতাম নষ্টা মনের অনুরাগে।


১৬/০৯/২০১৭ ইং