মন আছে বলেই মনের এত ব্যাথা,
মনের মানুষের সাথে মাঝে মধ্যে ঝগড়টা।
কেন যেন বুঝেনা এ মন ?
খুজে ফিরে প্রেম সারাক্ষণ।


নিয়তির খেলা ভেবে মনকে বুঝাই,
মন তুমি নিরাশ্বাস হচ্ছো কেন ভাই ?
তোমার প্রেমে প্রেমিক যে, সে তোমার কথা বুঝে,
তাকে তুমি দেখতে পাবে আপন হৃদয় মাঝে।


প্রেম করো মনের সাথে, রুপের সাথে নয়,
রুপ তোমায় দিবে ফাকি বৃদ্ধ যখন হয়।
মানুষ বৃদ্ধ হবে বিধাতার নিয়ম !
মন কখনও হবেনা বুড়ো সে চীর যৌবন।


প্রেম করো মন, প্রেম করো , নষ্টামি নয় ,
মনের মত মন পাইলে ? করো বিনিময়।
তোমার দুখে, দুখী হবে, হাসবে তোমার সুখে,
নি:সন্দেহে জড়াইও বুকে এমন জনাকে।


০২/১০/২০১৭ ইং