মরনের সময়ও যদি পাইতাম তোমার দিদার,
মুছে যেত আমার যত গোর অন্ধকার।
সমাধির প্রদীপ তুমি, জ্বালাও দীলে আলো,
ধনি,গরীব সবাইকে বাসভাল।


চেঁতন মস্তিষ্কে ডাকি যদি তোমায়,
কে আছে আর রুখবে তোমার ভালবাসায়।
তুমি সবার জন্য, গোটা পৃথিবীর রহমত,
তোমাকে যে না চিনিবে তাহার মাথায় রোদ।


তুমি পৃথিবীর ছায়া হয়ে মোদের দিচ্ছো শান্তি,
হযরত তোমার হৃদয়ে অফুরন্ত রহমত, নেই ক্লান্তি।
তোমাকে একবার ডাকিলে সারাদাও বারবার,
না যেন কি হয়েছে ? অবুঝ উম্মদ আমার।


১৫/০৩/২০১৮