টাকার লাগিয়া তুমি রইলে নির্জনে,
কাছে এসে দেখলেনা নিজ নয়নে।
আমি স্বদয় থাকি পথ চেয়ে ছেলে খেলার মত,
প্রবাসে তুমি দিন কাটাচ্ছ, আমার দেহ ক্ষত।


কত ছেলে দুষ্টমির জ্বাল পেতেছে প্রতি রাত,
আমার সতিত্ব কেরে মিটাতে চায় ওদের মনের স্বাদ।
আমি আইনের অপেক্ষা করিনি, দিয়েছি পাল্টা জবাব,
এজন্য সমাজ আমারে করেছে অভিশাপ।


বল প্রিয়, তুমি প্রবাস ছেড়ে দেশে আসবে কবে,
তোমার অর্ধাঙ্গিনী বিপদগ্রস্ত, সদা তোমারে ভাবে।
তুমি আসতে বেশি সময় নিওনা, আমার অসময়ের দিন,
নচেত হারাবে আমায় ছিড়ে খাবে ওরা, আমিযে হীন।


17-10-2016 ইং