পথের কাঁটা পেরিয়ে চলে এসেছি আমি,
রুখতে পারেনি হাজারও বাঁধা , আমি যে অগ্রগামী।
তোমরা আমায় যাহাই ভাব ততটা খারাপ নই,
সত্যের পথে করি অনুসন্ধান, মিথ্যার সঙ্গিরা কই ।


আমি একে একে রুখব সব বাঁধা বিধ্বস্ত ,
পোষণ করিনা তোমার অনৈতিক হস্ত ।
প্রয়োজনে উড়িয়ে দিব তোমার সকল সৃতি চিহ্ন,
ইতিহাসের বুক হতে মুছে দিব বিভ্রান্ত ।


সত্যকে জানবে সবাই, আমরা সব সত্যের পূজারী।
পথের কাঁটা পথেই রবে চলে যাব দিয়ে সাগর পাড়ি ।
তুলে ফেলব সমাজের সব ময়লা আর্বজনা ,
আপত্তিকর যেন সৃষ্টি না হয়, ধ্বংস করি মিথ্যার রচনা ।


11-10-2016 ইং