মসজিদ, মন্দির, গীর্জায় তুমি খুজো কারে ?
দুচোঁখ বুঝে নিরবে একবার প্রশ্ন করো নিজেরে।
তোমার প্রতিবেশীর কি হল, কি তার অবস্থা,
কেমন যন্ত্রণায় রয়েছে, নিয়েছো কি তার ব্যবস্থা।


ঘুম হতে উঠে আগে করো অনুসন্ধান,
সহযোগীতার হাত বাড়িয়ে রাখো অবদান।
নিদ্রায় যাবার আগে ঘুরো বাড়ী বাড়ী,
দেখো অন্নাভাবে জ্বলছেনা কার হাড়ী।


কে করছে অপরাধ ? বুঝাও তাকে ভদ্ররুপে,
লোক সমাজে জানার আগে বুঝাও চুপে চুপে।
তোমার তরে সোদ্রাতে পারে তার জীবন,
ঐ খানেই রইয়েছে তোমার সৃজন।


মিথ্যা পরিহার করে সালাতে খুজো মাবুদ,
হলেও তুমি হতে পার "আওলীয়া কুতুব"।
পরিবার ও প্রতিবেশীর হক আদায় না করিলে,
কোন ইবাদত ই কাজ করবেনা মানব দীলে।


১৮/০৩/২০১৮