সলিল তৃষ্ণায় গলা ফেটে চচ্চর,
বিবেক তৃষ্ণায় ফাটে এই অন্তর।
প্রেমের তৃষ্ণায় কাঁদে মন প্রাণ,
অর্থের তৃষ্ণায় ক্লান্ত দেহখান ।


তবু ধৈর্য ধরি কিছু একটা হোক,
সাম্যের সাথী হয়ে করি অভিযোগ।
তোমার আছে, আমার নাই তা হবেনা ভবে,
তুমি আমি সমান সমান দেখো একবার ভেবে।


তোমার দেহে রক্ত মাংস, আমার দেহেও তাই,
সম্পদ এর ভাগে কেন সমান সমান নাই ?
যদি বলি সত্য কথা হব অপরাধী !
ধনিরা মোরে করবে জুলুম, হবেনা কেউ সাথী।


কথার তৃষ্ণা, পাবার তৃষ্ণা, তৃষ্ণা সাড়া দেহে,
গরিবের ধন খাবে লুটে বিচার নাইরে ভবে।
ন্যায় বিচারে অনেক বাঁধা, বিচারপতির ও বিচার,
কেমন করে বাঁচব মোরা বন্ধ সকল দোয়ার ।


০৭/০৯/২০১৭ ইং