কত রজনী কাটিল ? মোর জীবনে,
তবু বেচে আছি প্রভূর করুণে।
হাজার মাসের চাইতে উত্তম ভাগ্য রজনী,
সে রাতে আমরা কেন ঘুমাই ? স্রষ্টাকে ডাকিনি।
বিধাতার সান্নিধ্য লাভের তরে বিলিয়ে দাও একটি রাত,
আমাদের ভাগ্য বদলাইতে পারে শবেবরাত।


মানুষের গড়া অথবা নয় কোন ইতিহাস ,
স্বয়ং স্রষ্টার বিধানে চলিবে পৃথিবী , করা যাবেনা পরিহাস।
রাসুলের প্রেমে মসগুল , বিধাতার কাছে চাও ক্ষমা,
জীবনে আসিলে কুদরতি রহমত থাকবেনা দেনা।
এমন রজনী বল কজনার ভাগ্যে মিলে ?
খোদার প্রেমে ডুবি এসো পৃথিবীর মায়া ভুলে।


তোমার ক্ষমার দরজা খুলা আজ , ক্ষমা চাইগো প্রভূ ,
তোমারে ছাড়া রাসুল বিনে , ভয় করিনা কভূ।
তোমার দরবারে তুলেছি দুই হাত , আমায় করো ক্ষমা,
তোমারে ডাকছি মধ্য রজনীতে , যাহার রহস্য তুমি বিনে কারো নেই জানা,
ক্ষমা করলে ক্ষতি নেই তোমার, তবে কেন ক্ষমা চাইবোনা ?
মাফ করো মোর বিশ্ব দরদী, দোহায় তোমার রহমতের , আমার জানা-অজানা সকল গুণাহ।


১০/০৫/২০১৭ ইং