মধ্য রজনীতে হঠাৎ একটা ফোন আসল,ভেবে ছিলাম পরিচিত কেউ,
ফোন কল রিসিপ করে যেই জানতে চাইলাম হৃদয়ে উঠল ঢেউ।
অপরিচিত তাই মনটা থমকে গিয়েছিল তখন,
কিছুক্ষণ পরেই হল স্বাভাবিক জীবন।


ফোনটা ছিল রং নাম্বার তবুও সময় দিয়েছি তার সাথে,
একটুও ঘুম হয়নি আমার , সে রাতে।
এরপর প্রতিটি রাত চলতে থাকে মনের লেনাদেনা,
এভাবেই হয়ে উঠল প্রেমের সূচনা।
প্রেম হল বেশ জোড়াল করতেই হল বিয়ে,
একটা ফোনেই জীবন আমার গেল উল্টো হয়ে।


সন্তানের জননী এখন তবুও পড়ে মনে,
দশটা বছর পূর্বের কথা রং নাম্বার ফোনে।
যা বলে ছিলে মন খুলে বাকি জীবনে শুনতে পারলামনা সেই মধুমাখা সুর,
তবুও তোমায় ভালবাসি আমার মনে ভরপুর ।


১৪/০৫/২০১৭ ইং