ভোরের লাল আকাশটাকে দেখেছো রাই
এমন মুক্ত আকাশ, এমন সুখ ?
আমি বহুদিন দেখিনি এত স্বচ্ছ পরিপাটি ।
আজ সকালে যখন রঙের ফোয়ারা
তোমায় রাঙিয়ে তুলছিল ঠিক তখনও,
ঠিক তখন আকাশেও চলছিল এক অন্য রঙের খেলা,
নীল আকাশের মাঝে,
তোমার ছায়া পড়েছিল যেন কিভাবে !
তোমার রঙিন ছায়া, তুমি দেখেছিলে রাই ?
তোমার অঙ্গে রঙ মাখাব কি, আমি অপলক
আমি কাকে দেখি বলোতো,
তোমাকে, না তোমার অমন রঙিন ছায়াকে
তুমি ভাব আমি বুঝি ভিন্নগামী,
তোমার আর দোষ কি বলো,
সহস্র গোপিনী পরিবৃত আমি……


আবার এই সন্ধ্যায় চাঁদকে দেখো কেমন,
এমন হ্যাংলা চাঁদও আমি দেখিনি কতদিন -
হাজার বছরের জমা কলঙ্ক বুকে নিয়ে
এমন শ্যাম আকাশে রূপো ছড়ালে কিভাবে !
যেন রজতস্নানে স্নাত হবে এবার,
তুমি ভেসে যাও, তুমি মুগ্ধ হও
ওই চন্দ্রমা কলঙ্ক তোমায় ছোঁয় যদি তবু ।
ওই শ্যাম আকাশ যদি আমি হই রাই
তুমি তবে ওই রূপোলী চাঁদ ।
তুমি ভেসে যাচ্ছ পৃথিবীময়, ভাসাচ্ছ,
ভাসিয়ে নিয়ে চলেছো কোন যুগে
নতুন কলঙ্ক স্পর্শ করে তোমায় সাধ্য কি তার ।