সাংকেতিক ভাষায় ভয় ভোলানোর মন্ত্র শেখায়
                       এক যাদুকর -
শুনে আমি লাল বাক্স থেকে পোষ্টকার্ড নিয়ে
           ছাপ মেরে ছেড়ে দিলাম,
      ও অমনি উড়তে শুরু করে দিল ।
দেহখানি পতপত করে নীল আকাশে -
আর সেই ছাপখানি আছড়ে পড়ল মাটিতে ।
ছাপ দেখে বাঘ সুমারী করে গেল বনের কাজীরা ।


ড্রইংরুমের জানালা খুলে দেখি গাড়িবারান্দাকে
চৌম্বক ক্ষেত্র করে বসে আছে বিশাল এক চিতা
এক চোখ তার নীল আকাশে,
             অন্য চোখ ধূষর মাটিতে,
আর কয়েকশো ড্রসোফিলা -
আর কেউ নেই, কেউ নেই
গাছ নেই, গরু নেই,
পাখি নেই, জল নেই,
ঘুম নেই, ভয় নেই,
             ভয় নেই