পশ্চিমা বাতাস ফিরিয়ে দিয়ে
কালো মেঘের আঁধার কাটিয়ে
বাতাসে  বহে  বিজয়ের  গান।


হিম পরশে অতলে গহিনে
হারিয়ে গিয়ে উন্মাদ চেতনে
আকুল চিত্তে জুড়ায় প্রাণ।


নদী বয়ে চলে
কৃষকের ধান বেয়ে
মাঠে ঘাটে পথে
সবুজের সমারোহে অশেষ।


আহা!  আমি বাঙালি
আমি কৃষকের ছেলে গো
বাংলা আমার ভাষা
আমার জন্ম বাংলাদেশ।