কখনো দেশপ্রেমিক আর দেশদ্রোহীর মধ্যে পার্থক্য খুঁজিনি,
কখনো নিজেকে দেশপ্রেমিক বলে গর্বও করিনি,
তবে এতটুকু বুঝি দর্প কখনো দেশপ্রেম হতে পারে না,
মানবতাকে গিলে দেশসেবা হতে পারেনা,
আমি তাদের উদ্দেশ্যে বলছি!
আমি নেমকহারামদের কথা বলছি!!
অন্যের ধনে হন্য হয়ে আর কত চলবি বল,
নিজের পাজর খাটিয়ে,
নিজ গড়িমায় চল।
দর্পের বুকে কখনো গর্ব চাষ হতে পারে না,
অপমৃত্যুর বিষ চাষ হয় ;
যা খেয়ে খেয়ে নিজের মাঝে বেঁচে থাকা মনুষ্যত্বের মৃত্যু হয়!
তাই বলি, মনুষ্যত্বহীন মানুষ হওয়া যায়,
দেশপ্রেমিক হওয়া যায় না।
পারলে রক্তের ভিন্নার্থক সন্ধিবিচ্ছেদ করে দেখাও?