সবুজ কোমল বৃক্ষ রাজী নিব্রেতে সদাহাসসল,
আধার এসেছ ঘনিয়ে, তিমিরে শুদু কলকল ।
আশা তার যেন;  এক বুক সবুজ কেতন।
রাতের জোনাকির সমস্বর চীৎকার;  
যতোটুকু সাধ্য করেছি আমি, যেনে রেখোঃ  
          নিরাশার  তিমির যে কাটে শিশু রবি।
অমাবস্যার দীর্ঘ রজনী, সুউচ্চ গিরি সঙ্কর
ফুলে ফেঁপে উঠা সমুদ্রের  ঢেঊ খেলানো মরণ।
কি  অদ্ভুত বিশ্বাসের সুউচ্চ ধ্বনি; চুরমার করে
              বাধার প্রাচীর, আলকিত জয়ধ্বনি ।