বসন্তের হাওয়ার সুরভি তুমি বোঝনি
কালের খেয়ার দোলায়ে  তুমি মজেছ ।  
তবুও কেন... কেন এত আলোর মেলা-
কি সুখের আভাস আমার চোখের পল্লবী জুড়ে ।
তবে  আশার আলো কি শুদু বিভীষিকাময়ে জড়ানো,
নাকি শীতের ঝরা পাতার মত ক্ষণিকের সঙ্গি।
ভালো লাগে তোমার অবুঝ চোখের ভাষা    
ভালো লাগে বাঁকা ঠোঁটের  ঐ মুক্ত ঝরা হাসি  
অব্যক্ত হৃদয়ের কত ভাষা আজো জমা আমার চোখে
জানি তুমি দিবেনা এই পথ পাড়ি ,
             দিবেনা বইতে বসন্তের হাওয়া...
তবুও  জানিনা কিসের আশায়ে ...
            এখনো অবুঝ হৃদয়ে তোমায়ে খুঁজে  ফিরে
শুধু একটি বার বলতে চাই...ভালোবাসি
           শুধু তোমায়ে ভালোবাসি ।