স্থির লক্ষ্য দিয়ে সাথে
বিধাতা পাঠালেন দুনিয়াতে
ফিরিতে হবে তোমার আদিনিবাস
বেহেশতের দ্বার প্রান্তে।


আল্লাহর পথে হবে পৌঁছাতে
এগিয়ে চল দৃঢ় চিত্তে,
দুরত্ব হোক যত,
হোক না চরণ কন্টক ক্ষত,
হোক না আঁধার রাতে,
নিশ্চিত লক্ষ্যে হবে পৌঁছাতে।


তোমার জীবনের লক্ষ্যস্থির সে তো হয়েছে সেদিন
পিতৃপুরুষ আদমকে তিঁনি যতনে গড়েছেন যেদিন।


স্থির লক্ষ্য নিয়ে দুনিয়ায় এসে, ভুলেছ কি নিশানা?
বেহেশত তোমার আদি নিবাস ভুলেছ কি ঠিকানা?
লক্ষ্য তোমার স্থির যেথা,
কিসে দ্বন্দ্ব, সংশয় কোথা?


জীবন চলার পথে চড়াই উৎরাই
বিপদ আপদ কিছু রোগ বালাই
মোকাবেলা কর সহিষ্ণু হয়ে,
সংকীর্ণ রাস্তা তোমার কর্দমাক্ত,
পার হয়ে যাও ধৈর্য্য নিয়ে।
ফিরিতে হবে তোমার আপনালয়ে।


দৃঢ় পদক্ষেপে ধৈর্য নিয়ে সাথে
সত্যের পথে যে চলে,
দুর্গম পথ হয় যে সুগম,
কন্টকরাজী হয়ে ফুল সাজি
লুটায় তাহার চরণ তলে।


কেন যে এত হা হুতাশ?
পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ?
সেত হবে রোজ কেয়ামতে।
মুসলিম কভূ হয় না নিরাশ,
সে যে শয়তানের নিঃশ্বাস,
কুমন্ত্রণা দেয় চলার পথে।
চিত্ত তোমার নহে স্থির,
হারিয়েছ পথ হওনি অধীর,
অচিরেই তুমি পড়িবে খাদে।
জাহান্নামের অতল তলে
তলিয়ে যাবে লক্ষ্য ভুলে।


জীবন চলার পথে কোথাও হোঁচট খেয়ে,
পড় যদি মুখ থুবড়ে,
যদি থাকো পথে, যেওনাকো থেমে,
উঠে দাঁড়াও বুক বেঁধে নব উদ্যমে,
এগিয়ে চল তোমার প্রভুর পথে
দয়াময় তিনি রয়েছেন তোমার সাথে।


১০ মার্চ ২০২৪
মিরপুর, কুষ্টিয়া।