এই পোশাকি দেহ ছেড়ে চলে গেলে তার কাছে
পোশাক রইবে পড়ে। ফেলে দেবে কেউ।


পোশাকের গহনে আত্মা থাকে বলে সেও
বস্ত্র পরে বসে থাকে, ডাকে ঘেউ ঘেউ।


দেহ নগ্ন হলে আবৃত করা যায় যখন খুশি তখন
কিন্তু আত্মায় সারমেয় ছাল জড়ালে একবার-


উপায় নেই তার- কুত্তার মতন নরকে গমন।


প্রভু দেখাবে তাকে- আত্মা অনাবৃত এক প্রস্তর-
যে চেনে না পোশাকি পূণ্য-পাপ
শুধু চেনে হলুদ ঘাসের জমিন- যার উপরে সে
দীর্ঘকাল দেহের পোশাকে ছিল নিরুত্তাপ।