ফুলে থাকে দল জোড়ায় জোড়ায়
একটা তুললে অন্যটায় কষ্ট পায়।
পুষ্পেও ব্যথা সয়, কখনো ক্রন্দন–
নিয়তির পারে লেখা: কাঁটায় মন্থন।
হাওয়ার গর্ভে তাই বাজিলো কম্পন।


প্রথম জোড়ে ফোটে কাবিল ও আকলিমা
পরের জোড়ে আসে হাবিল এবং লবুদা।
ছিল নিয়ম–জোড়ে জোড়ে হবেনা বিবাহ
তবুও কাবিল আকলিমাকে করে পছন্দ।
শুনে নবি দুঃখ পান, শয়তানে আনন্দ।


ধ্যানে বসে নবি এর সমাধান পান–
"কোরবানিতে সিদ্ধ হবে প্রভুর মনস্কাম।"
হাবিলে তাই করলো দান তার মেষখানা
পাহাড়ে আসলো রেখে ত্যাগের নজরানা।
কাবিলের ছোট মন, দিলো নষ্ট গম
ভাবলো খোদা অথর্ব কিংবা মূর্খজন।


বজ্রপাতে গেলো মিশে হাবিলের মেষ
আকলিমা হাবিলের– আসিলো সন্দেশ।
ক্রুব্ধ কাবিল দিলো চিৎকার নিজ পরাজয়ে
শয়তান তখন রক্তে তার আরো বিষ ঢালে।
বিষে বিষে ক্লিশে হৃদ, নীল পেরেশান–
"কেন হাবিল পাবে সব? সে কি গুলিস্তাঁন?"


ফুলে থাকে দল জোড়ায় জোড়ায়
তবু সে ফুলে রঙ উল্টায় পাল্টায়;
একের ভালো না সহে অন্য শতদল
ঝঞ্ঝায় টগবগ করে কাবিলের অন্তর।
হাবিলে জানিলো না তার কূটাশ্রয়
খোদায় রচিলো এই জটিল অধ্যায়।


কোরানে নাই মেয়েলি ঘটনা
দ্বন্দ্বের কথা আছে–
পুষ্পের ভেতরে বহু ব্যঞ্জনা–


হাওয়াতে মন্দিরা বাজে–