১।
সুরকার সুর দিলে বলো সঙ্গীত
গীতিকার লিখলে গান আর
শিল্পী গাইলে বলো কী মূর্ছনা


অকবিতার কপালেই কেবল কিছু জুটলোনা!


২।
এক ঘর এক আমি এক জীবন
এক সূর্য এক নদী এক মরণ
এক বেদনা এক তৃষ্ণা এক ঠিকানা
এক কল্পনা এক জোছনা এক দয়িতা......


৩।
তুমি বিরহ দিলে ভরে উঠি, শূন্যতা বিরানা হয়ে গোরস্তানে হাঁটে- সেখানে নীল নীল কুয়াশার চোখ মেঘের অনেক নিচে কিন্তু সেও মেঘের স্নেহাস্পদ অনুজ, যে জানালায় বিরহ দুঃখ কষ্ট সব অনর্গল তোমার নামে নালিশ দিচ্ছিল, তাকে ভিড়িয়ে একমাত্র তোমার প্রতি প্রার্থনা, ভালো না বাসলেও ভালো তবু প্রেমের সর্বাঙ্গে তারপিনে চকচক করোনা......


৪।
নিঃস্ব সর্বজন সকলেই একা
মহাশূন্যের মত
সব ফাঁকা


তুমি আমি মায়া
তাদের হাত ধরে ক্রোশ পথ হাঁটা
এবং অসমাপ্ত শ্লোকের মত গুঞ্জরিত সত্তা


সকলি একাকি মুখর ভেতরে
প্রকাশ্যে রোশনাই থোকা থোকা!


৫।
নাইট কুইন ফুল রাতে ফোটে
দিনে ঝরে, বকুল খুব সকালে
কুড়াতে হয় আর শেফালিও


রাত দিনের ভালো মন্দ আছে
আছে নিজস্ব কিছু রুচি, তাদের
মত তারা থাক না, কি ক্ষতি?