দিনের আলো যায় হারিয়ে
বৃষ্টিও হয় শেষ,
তোমার কথা মনের মাঝেই ঘোরে অহর্নিশ।


ফুল শুকে যায়, পাতা ঝরে যায়
দিনে দিনে কমে আয়ু
তবু দেখো হয়ে আছি কেমন উদ্বাহু।


চাড়া বাড়ে তা বড় হয় আর
সময়ে দ্যায় ফল
তোমার কথা মিছেই ভেবে ফেলা অশ্রুজল।


আচ্ছা মেয়ে, তোমারো ত'
বয়স অনেক হলো
দাওনা ঢেলে শিরায় এবার মরণ কামড়গুলো।


২৬/০৭/২০০৭